সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা’ থেকে ৮টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

ক. ৭০ বছর     খ. ৬৫ বছর

গ. ৭৬ বছর  ঘ. ৮০ বছর

উত্তর: গ. ৭৬ বছর।

২. কোথায় দিন রাত্রি সর্বত্র সমান?

ক.  মেরু অঞ্চলে     খ. নিরক্ষরেখায়

গ. উত্তর গোলার্ধে  ঘ. দক্ষিণ গোলার্ধে

উত্তর: খ. নিরক্ষরেখায়।

৩. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?

ক.  ৭৫.৮%  খ. ৭৮.১%

গ.৭৯.২%   ঘ. প্রায় ৮০ শতাংশ

উত্তর: খ. ৭৮.১%।

৪. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?

ক. তেল  খ. সমুদ্রের ঢেউ

গ. গ্যাস    ঘ. কয়লা

উত্তর: খ. সমুদ্রের ঢেউ।

৫. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?

ক. মেঘনা  খ. যমুনা

গ. পদ্মা    ঘ. কর্ণফুলী

উত্তর: খ. যমুনা।

৬. সুনামি একটি-

ক. সামুদ্রিক ভূমিকম্প    খ. সামুদ্রিক জলোচ্ছ্বাস

গ. সামুদ্রিক সাইক্লোন   ঘ. সামুদ্রিক নিম্নচাপ

উত্তর: খ. সামুদ্রিক জলোচ্ছ্বাস।

৭. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ক. মেক্সিকো খ. জাপান

গ. ইতালি    ঘ. রাশিয়া

উত্তর: গ. ইতালি।

৮. পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত?

ক. ১২টি     খ. ৭টি

গ. ৫টি   ঘ. ৪টি

উত্তর: গ. ৫টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে