সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা সাহিত্য’ থেকে ৮টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?

ক. ১৮০১ সালে     খ. ১৮০০ সালে

গ. ১৮০২ সালে  ঘ. ১৮০৪ সালে

উত্তর: ক. ১৮০১ সালে।

২. কোন নাটকটি সেলিম আল দীনের?

ক. মুনতাসীর ফ্যান্টাসি     খ. রামমোহন রায়

গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত  ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর: ক. মুনতাসীর ফ্যান্টাসি।

৩. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?

ক.  সমাপ্তি  খ. দেনা-পাওনা

গ. পোস্টমাস্টার   ঘ. মধ্যবর্তিনী

উত্তর: ক.  সমাপ্তি।

৪. ‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরনের রচনা?

ক. কাব্য  খ. প্রবন্ধ

গ. নাটক    ঘ. উপন্যাস

উত্তর: খ. প্রবন্ধ।

৫. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?

ক. কায়কোবাদ     খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. মীর মশাররফ হোসেন    ঘ. মোজাম্মেল হক

উত্তর: গ. মীর মশাররফ হোসেন।

৬. নিচের কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

ক. বিষ-বৃক্ষ    খ. গণদেবতা

গ. আরণ্যক   ঘ. ঘরে-বাইরে

উত্তর: ঘ. ঘরে-বাইরে।

৭. বেগম রোকেয়ার রচনা কোনটি?

ক. ভাষা ও সাহিত্য খ. আয়না

গ. অবরোধবাসিনী    ঘ. লালসালু

উত্তর: গ. অবরোধবাসিনী।

৮. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতার নাম কি?

ক. অগ্রপথিক      খ. প্রলয়োল্লাস

গ. ধূমকেতু   ঘ. বিদ্রোহী

উত্তর: খ. প্রলয়োল্লাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে