বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের জন্য অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের’ জন্য আবেদন করার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এই বৃত্তির আওতায় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালে মার্স্টার্স করতে পারবেন। আগ্রহী কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতিক্রমে অনলাইনে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের লিংক: australiaawardssouthasiamongolia.org

বৃত্তিটি আপনার জন্য প্রযোজ্য কি না চেক করতে: https://apps.australiaawardssouthasiamongolia.org/eligibility-check/bangladesh

আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে:

https://australiaawardsbangladesh.org/how-to-apply-intake-2024/

বৃত্তি সম্পর্কে জানতে ফোন অথবা ই-মেইল করুন: +8809611699934, +8801730338495, inquiries@australiaawardsbangladesh.org

বৃত্তির সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, অস্ট্রেলিয়া থেকে যাওয়া-আসার বিমান টিকিট, শুরুর দিকে এককালীন বাসস্থান, পাঠ্যবই, পড়াশোনাসামগ্রীর জন্য খরচ, জীবনযাপনের ব্যয়, অস্ট্রেলিয়ায় বসবাস এবং পড়াশোনার জন্য পরিচিতিমূলক কোর্সের খরচ, ইংলিশ কোর্সের খরচ, পড়াশোনাকালে স্বাস্থ্যব্যয়, পড়াশোনার সহায়ক একাডেমিক খরচ, প্রযোজ্য ফিল্ডওয়ার্কের জন্য রিটার্ন এয়ার টিকিট।

বিস্তারিত সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://www.dfat.gov.au/people-to-people/australia-awards/australia-awards-scholarships

অনলাইনে আবেদনের শেষ তারিখ :  ১ মে ২০২৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে