বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত জিআইএস স্পেশালিস্ট পদে আবেদনকারী প্রার্থীদের এমসিকিউ ও লিখিত পরীক্ষা ১৬ এপ্রিল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চারটি পরীক্ষাই অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের http://brebr.teletalk.com.bd/এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। প্রার্থীদের কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।

এমসিকিউ, লিখিত, ব্যবহারিক মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

http://www.reb.gov.bd/sites/default/files/files/reb.portal.gov.bd/notices/61481c8b_a239_45a8_ae5d_84c40abc3ab9/2023-04-09-07-55-d4be017b9d48f170939d49e827e41aa7.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে