সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?

ক. ১৮৫২-১৯১২   খ. ১৮৪৭-১৯১১

গ. ১৮৫৭-১৯১১ ঘ. ১৮৪৭-১৯১২

উত্তর: খ. ১৮৪৭-১৯১১।

২. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?

ক. একরাত্রি         খ. নষ্টনীড়

গ. ক্ষুধিত পাষাণ   ঘ. মধ্যবর্তিনী

উত্তর: গ. ক্ষুধিত পাষাণ।

৩. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?

ক.  কাব্য    খ. নাটক

গ. উপন্যাস    ঘ. গীতি কবিতা

উত্তর: খ. নাটক।

৪. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

ক. নাটক  খ. উপন্যাস

গ. কাব্য    ঘ. ছোট গল্প

উত্তর: খ. উপন্যাস।

৫. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন?

ক. সুনীতিকুমার চট্টোপাধ্যায়     খ. সুকুমার সেন

গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ    ঘ. মুহম্মদ এনামুল হক

উত্তর: গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ।

৬. সনেটের ক’টি অংশ?

ক. একটি     খ. দুটি

গ. তিনটি    ঘ. চারটি

উত্তর: খ. দুটি।

৭. ‘চাঁদ সদাগর’ বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ক. চণ্ডীমঙ্গল     খ. মনসামঙ্গল

গ. ধর্মমঙ্গল    ঘ. অন্নদামঙ্গল

উত্তর: খ. মনসামঙ্গল।

৮. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?

ক. ফররুখ আহমদ       খ. আহসান হাবীব

গ. শামসুর রাহমান   ঘ. হাসান হাফিজুর রহমান

উত্তর: ক. ফররুখ আহমদ।

৯. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?

ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়   খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. সত্যেন সেন    ঘ. সুকান্ত ভট্টাচার্য

উত্তর: ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১০. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক. চতুরঙ্গ   খ. চতুষ্কোণ

গ. চতুর্দশী   ঘ. চতুষ্পাঠী

উত্তর: ক. চতুরঙ্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে