সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও নিতে হবে গুরুত্ব সহকারে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ বাংলা সাহিত্য’ থেকে ১০টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. বাংলা গদ্যের জনক কে?

ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর   খ. উইলিয়াম কেরী

গ. কাজী নজরুল ইসলাম  ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২. ‘ছিন্নপত্র’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?

ক. ইন্দিরা দেবী    খ. কাদম্বরী দেবী

গ. মৃণালিনী দেবী     ঘ. মৈত্রেয়ী দেবী

উত্তর: ক. ইন্দিরা দেবী।

৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?

ক.  দোলনচাঁপা    খ. বিষের বাঁশি

গ. সাম্যবাদী    ঘ. অগ্নিবীণা

উত্তর: ঘ. অগ্নিবীণা।

৪. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত?

ক. স্বরবৃত্ত   খ. অক্ষরবৃত্ত

গ. মাত্রাবৃত্ত    ঘ. ছন্দবৃত্ত

উত্তর: গ. মাত্রাবৃত্ত।

৫. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?

ক. ২০০৭ সালে     খ. ১৯০৭ সালে

গ. ১৯০৯ সালে    ঘ. ১৯১৬ সালে

উত্তর: খ. ১৯০৭ সালে।

৬. বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা কে করেন?

ক. অক্ষয় দত্ত     খ. রাজা রামমোহন

গ. মার্সম্যান    ঘ. ব্রাসি হেলহেড

উত্তর: খ. রাজা রামমোহন।

৭. ‘চাচা কাহিনী’র লেখক কে?

ক. সৈয়দ শামসুল হক     খ. শওকত ওসমান

গ. সৈয়দ মুজতবা আলী    ঘ. ফররুখ আহমদ

উত্তর: গ. সৈয়দ মুজতবা আলী।

৮. বাংলা সাহিত্যের আদি কবি কে?

ক. কাহ্নপা       খ. লুইপা

গ. ভুসুকুপা   ঘ. অক্ষয় দা

উত্তর: খ. লুইপা।

৯. ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?

ক. জননী     খ. সূর্যদীঘল বাড়ি

গ. সারেং বউ   ঘ. হাজার বচর

উত্তর: খ. সূর্যদীঘল বাড়ি।

১০. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?

ক. দৌলত কাজী   খ. সৈয়দ সুলতান

গ. আলাওল   ঘ. কোরেশী মাগন ঠাকুর

উত্তর: ক. দৌলত কাজী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে