টস জিতে ব্যাট করতে নামার পর বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের বোলিং তোপের মুখে পড়ে আয়ারল্যান্ড। ৩ উইকেট হারিয়ে ৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। এরপর আয়ারল্যান্ডকে টেনে তোলার চেষ্টা শুরু করেন দুই অভিষিক্ত হ্যারি টেক্টর এবং কার্টিস ক্যাম্ফার। মনে হচ্ছিল, বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে আইরিশরা। কিন্তু দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সফরকারীদের বিপদে ফেলেন দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

৩ উইকেটে ১২২ রান থেকে আয়ারল্যান্ড ৬ উইকেট হারিয়ে করে ১২৪ রান। অর্থ্যাৎ ১২২ থেকে ১২৪ এই ২ রান করতেই ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। ১১ রানে লরকান টাকার এবং ১০ রানে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে