লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গত ৩ এপ্রিল ইনিংসের শেষ ওভারে আট নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে মহেন্দ্র সিং ধোনি বল খেলেন মাত্র ৩টি। এর মধ্যে প্রথম দুই বলেই দুটি ছক্কা হাঁকান। তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নিলেও ৪১ বছর বয়সী ব্যাটসম্যান ধোনি আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। পরে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর ঘূর্ণিজাদুতে তার দল ম্যাচটাও জিতে নেয়।

আইপিএলের ইতিহাসে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ৫ হাজার রানের মালিক ধোনি। ২৩৬তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন চেন্নাইয়ের অধিনায়ক। তার আগে এই ক্লাবের সদস্য হয়েছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, সুরেশ রায়না এবং এবি ডি ভিলিয়ার্স। এর মধ্যে কোহলি ও ধাওয়ান ছয় হাজারি ক্লাবেরও সদস্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে