প্যারাগুয়েতে অবস্থিত লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদর দপ্তারে অনুষ্ঠিত হলো কোপা লিবারতোদেরেসের ড্র অনুষ্ঠান। সেখানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের পাশাপাশি বিশেষ সংবর্ধনা দেয়া হয় লিওনেল মেসিকে। বিশ্বকাপ এবং ফাইনালিসিমা জয়ের ট্রফির রেপ্লিকা তুলে দেয়া হলো মেসির হাতে। এ সময় কনমেবলের প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডোমিঙ্গেজ একটি ব্যাটন তুলে দেন মেসির হাতে।

‘ফুটবলের ব্যাটন’ তুলে দিয়ে ডোমিঙ্গেজ বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।’ এ সময় কনমেবল সদর দপ্তরে উম্মোচন করা হয় একটি ভাস্কর্য। মেসি নিজেই নিজের ভাস্কর্যটি উম্মোচন করেন। বিশ্বকাপ ট্রফি হাতে ধরা মেসির সেই ভাস্কর্যটি ঠাঁই পাবে কনমেবলের জাদুঘরে, পেলে এবং ম্যারাডোনার ভাস্কর্যের পাশে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে