চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য ভর্তি ও নাম-তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি শুরু করেছে। ইতোমধ্যে গত ২১ মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মোট সাতটি অনুষদের ২৭টি বিভাগে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। অনুমতিপ্রাপ্তদের অফিসের একাডেমিক শাখা (প্রশাসনিক ভবনের ৫ম তলা, ২ নম্বর কক্ষ) থেকে ভর্তির নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক ভর্তি সম্পন্ন করতে হবে।

বিলম্ব ফি ছাড়া ভর্তি নাম-তালিকাভুক্তির শেষ তারিখ : আগামী ৪ মে ২০২৩ পর্যন্ত।

বিলম্ব ফিসহ ভর্তি নাম-তালিকাভুক্তির শেষ তারিখ :  প্রার্থীরা নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ৫ মে ২০২৩ থেকে ২১ মে ২০২৩ তারিখের মধ্যে প্রোগ্রামে ভর্তি ও নাম-তালিকাভুক্তির কাজ শেষ করতে পারবেন। অন্যথায় ভর্তির প্রার্থিতা বাতিল হবে।

জেনে রাখুন : বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিকভাবে ১ বছরের ছুটি ও ছাড়পত্র (খণ্ডকালীন ছাড়া) নিয়ে প্রস্তাবিত প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া শেষ করতে হবে।

বিস্তারিত জানতে  নিচের লিংকে ক্লিক করুন :

https://cu.ac.bd/assets/notice/1498_7028F5TC7V_M.Phil%20Phd%20admission%20List%20Confirmetion._opt.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে