পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের রেকর্ড গড়ল শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স।

গত ১৮ মার্চ রাতে পিএসএলের ফাইনালের শুরুতে ব্যাট করে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ২০০ রানের সংগ্রহ করে লাহোর। লাহোরের হয়ে ব্যাটার আব্দুল্লাহ শফিক ৪০ বলে ৬৫, ওপেনার মির্জা বেগ ১৮ বলে ৩০ ও ফখর জামান ৩৪ বলে ৩৯ রান, শাহিন ১৫ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বড় লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ১৯৯ রানে থেমে যায় মুলতান সুলতান্সের ইনিংস। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো ৩২ বলে ৫২ রান করেন। এছাড়া রিজওয়ান ৩৪, উসমান খান ১৮, পোলার্ড ১৯ ও টিম ডেভিড ২০ রান করেন। এমন দুর্দান্ত ফাইনালে ১ রানে জিতে শিরোপা জিতে লাহোর কালান্দার্স।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে