ভারতের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো মিরাজকে ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে অর্থাৎ সাদা পোশাকে বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই পেসার। স্বপ্নের মতো পার করা ওই টেস্টে এবাদত দলকে কিউইদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ এনে দেন।

ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত বর্ষসেরা অ্যাওয়ার্ডের তালিকা:
টেস্ট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জনি বেয়ারস্টো, ১৩৬ বনাম নিউজিল্যান্ড, নটিংহ্যাম
টেস্ট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : এবাদত হোসেন, ৬/৪৬ বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : মেহেদী হাসান মিরাজ, ১০০* বনাম ভারত, মিরপুর
ওয়ানডে বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : জসপ্রিত বুমরাহ, ৬/১৯ বনাম ইংল্যান্ড, ওভাল
টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : সূর্যকুমার যাদব, ১১১* বনাম নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই
টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার : স্যাম কারান, ৩/১২ বনাম পাকিস্তান, মেলবোর্ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে