চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিকসহ একাই ৫ গোল করে ২২ বছরের আরলিং হালান্ড আবারও আলোচনায়। চ্যাম্পিয়নস লিগে গত ১৪ মার্চ রাতে হালান্ডের অসাধারণ পারফরম্যান্সে লাইপজিগকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের এমন পারফরম্যান্সে রেকর্ডবইয়ে তোলপাড় হয়ে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগে ২৫তম ম্যাচে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগে তার চেয়ে কম ম্যাচে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কোনো ফুটবলার। হালান্ড ভেঙেছেন সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের (৩৪ ম্যাচ) রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমার্ধে একাধিক হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় ফুটবলার এখন হালান্ড। প্রথম জন ইতালির মার্কো সিমোনে।

চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করা খেলোয়াড়দের তালিকাতেও জায়গা করে নিলেন হালান্ড। তার আগে মাত্র দুজন ফুটবলার এই রেকর্ড গড়তে পেরেছেন। ২০১২ সালে বার্সেলোনার হয়ে বায়ার লেভারকুজেনের বিপক্ষে লিওনেল মেসি ও ২০১৪ সালে শাখতার দোনেৎস্কের হয়ে বাতে বরিসভের বিপক্ষে লুইস আদ্রিয়ানো এই রেকর্ড গড়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে