মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের দ্বিতীয় প্রকৌশলী পদে বিপিএসসি ফরম জমাদানকারী সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ৩০ মার্চ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় প্রকৌশলী পদে বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করায় ৬ জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পিএসসির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ও মাস্ক পরে আসতে হবে।

দ্বিতীয় প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/3c8a3613_45c4_4b0a_a9dc_902b86ee296c/Image_119.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে