সোনারগাঁও ইউনিভার্সিটি’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট গত ১১ মার্চ নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ডলফিন জেনারেশন নীটওয়্যার লিমিটেডে অনুষ্ঠিত হয়। পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তবভিত্তিক শিক্ষার সমন্বয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে ধারণা দিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করানো হয়। এসইউ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম ভূঁইয়া, প্রভাষক সেলিম মিয়া এ ইন্ডাস্ট্রিয়াল ভিজিটটির তত্ত্বাবধান করেন।

এসইউ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৬০ জন শিক্ষার্থীসহ তিন জন শিক্ষককে অ্যাপারেল ইন্ডাস্ট্রির প্রোডাকশন প্রসেস, ফিনিশিং প্রসেস ও কোয়ালিটি প্রসেস সম্পর্কে কারখানার কর্মকর্তারা বিস্তারিত তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন। কারখানা পরিদর্শন শেষে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে টেক্সটাইল ও অ্যাপারেল বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। ওই কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ উত্তরদাতার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে তাদের মধ্যে পুরস্কার দেয়া হয়। ওই কু্ইজ প্রতিযোগিতায় কারখানার ম্যানেজিং ডিরেক্টর এমদাদ হোসেন, ডিরেক্টর হুমায়ুন কবির, জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভিজিট সম্পর্কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলেন , এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট প্রতি সেমিস্টারে থাকলে আমরা থিউরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি বাস্তব ভিত্তিক প্রযুক্তি সম্পর্কে শিখব ও জানব। এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট আমাদের একাডেমিক টু ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে প্রযুক্তির সমন্বয় ঘটাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে