ঢাকা শিক্ষা বোর্ড অধীনে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ১০ মার্চ এই ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

ফলাফলে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ঢাকা শিক্ষা বোর্ডে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ১৪৫ শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। আর গ্রেড পরিবর্তন হয়েছে ৯১৩ শিক্ষার্থীর। আজ শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এইচএসসির পুনঃ নিরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

চলতি বছর ঢাকা বোর্ডের ৩১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী ফল পুনঃ নিরীক্ষার আবেদন করেছিলেন। তারা মোট ১ লাখ ৪ হাজার ৬৬৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে