সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় প্রতিযোগীর সংখ্যা থাকে অনেক বেশি থাকে, কাজেই তোমাদের প্রস্তুতিও গুরুত্ব সহকারে নিতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. বাংলাদেশের জাতীয় সংগীত গৃহীত হয় কবে?

ক. ১৩ জানুয়ারি ১৯৭২     খ. ১০ জানুয়ারি ১৯৭২

গ. ১২ জানুয়ারি ১৯৭২ ঘ. ১৪ জানুয়ারি ১৯৭২

উত্তর: ক. ১৩ জানুয়ারি ১৯৭২।

২. বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে?

ক. ১৩ নভেম্বর ১৯৭২    খ. ৪ নভেম্বর ১৯৭২

গ. ৭ নভেম্বর ১৯৭২  ঘ.  ৮ নভেম্বর ১৯৭২

উত্তর: খ. ৪ নভেম্বর ১৯৭২।

৩. বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয় কবে?

ক. ১৩ জুলাই ১৯৭২ খ. ১০ জুলাই ১৯৭২

গ. ৭ জুলাই ১৯৭২    ঘ. ৮ জুলাই ১৯৭২

উত্তর: গ. ৭ জুলাই ১৯৭২।

৪. বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিষ্ঠিত হয় কবে?

ক. ১০ জানুয়ারি ১৯৭২ খ. ১৫ জানুয়ারি ১৯৭২

গ. ১৭ জানুয়ারি ১৯৭২ ঘ. ১ জানুয়ারি ১৯৭২

উত্তর: ঘ. ১ জানুয়ারি ১৯৭২।

৫. বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কোন তারিখে?

ক. ১৭ এপ্রিল ১৯৭২ খ. ১৪ এপ্রিল ১৯৭২

গ. ১৮ এপ্রিল ১৯৭২ ঘ. ১২ এপ্রিল ১৯৭২

উত্তর: গ. ১৮ এপ্রিল ১৯৭২।

৬. ‘জয়বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় কোন তারিখে?

ক. ২ মার্চ ২০২২  খ. ১৪ মার্চ ২০২২

গ. ১২ মার্চ ২০২২  ঘ. ১৫ মার্চ ২০২২

উত্তর: ক. ২ মার্চ ২০২২।

৭. বাংলাদেশের জাতীয় নারী ক্রিকেট দল কবে টেস্ট মর্যাদা লাভ করে?

ক. ১২ এপ্রিল ২০২১  খ. ১ এপ্রিল ২০২১

গ. ১৫ এপ্রিল ২০২১  ঘ. ১০ এপ্রিল ২০২১

উত্তর: খ. ১ এপ্রিল ২০২১।

৮. বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কোন সালে?

ক. ২০২৩ সালে  খ. ২০২৬ সালে

গ. ২০২৭ সালে   ঘ. ২০২৮ সালে

উত্তর: খ. ২০২৬ সালে।

৯. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর’ কবে উদ্বোধন করা হয়?

ক. ২৭ এপ্রিল ২০২২  খ. ৩০ এপ্রিল ২০২২

গ. ২২ এপ্রিল ২০২২  ঘ. ২ এপ্রিল ২০২২

উত্তর: ক. ২৭ এপ্রিল ২০২২।

১০.  পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?

ক. ৬ কিলোমিটার     খ. ৬.১৫ কিলোমিটার

গ. ৭.১৫ কিলোমিটার  ঘ. ৯.১৫ কিলোমিটার

উত্তর: খ. ৬.১৫ কিলোমিটার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে