সোনারগাঁও ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগের ছাত্র রেফাত বেন জামান সম্প্রতি ১৯ তম সাইকেলের  (খণ্ড- ৭, ইস্যু- ২, ক্যাটাগরি-এ) জন্য ‘শাহ সিমেন্ট ডট স্টুডেন্ট ডিজাইন অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় শীর্ষ ফাইনালিস্টদের মধ্যে রানার-আপ হয়েছে। চলতি বছর আর্কিটেকচার বিভাগ পঞ্চমবারের মতো এই অবস্থান নিশ্চিত করেছে। বিভাগটি ইতিমধ্যে বিজয়ীসূচক এবং প্রশংসাসূচক পদ জিতেছে।

রেফাথের বি.আর্ক থিসিসের শিরোনাম ছিল ‘চক বাজারের পুনর্নির্মাণ: বাজার এলাকা পুনর্বিবেচনা করার জন্য একটি অংশগ্রহণমূলক পদ্ধতি তৈরি করা’। তার স্টুডিওর পরামর্শদাতা ছিলেন এসইউ’র আর্কিটেকচার বিভাগের প্রভাষক মইনুল করিম এবং মোহাম্মদ মুশফিকুর রহমান (এএ)।

রেফাত বেন জামান  গত ৬ মার্চ প্রখ্যাত স্থপতি মোস্তফা খালিদ পলাশের কাছ থেকে তার সম্মাননা গ্রহণ করেন। প্রতিযোগিতায় জামানের এই অর্জন সোনারগাঁও ইউনিভার্সিটির জন্য গর্বের বিষয়। আমরা সবাই চাই  আর্কিটেকচার বিভাগ তাদের শীর্ষস্থানীয় সাফল্যের মাধ্যমে এসইউ’কে গর্বিত করে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে