ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত দুই দিনব্যাপী স্যানিটেশন ট্রেড ফেয়ার আগামী ৯ ও ১০ মার্চ গুলশান-২-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছেন।
স্যানিটেশন ট্রেড ফেয়ারের উদ্দেশ্য সম্পর্কে মকবুল হোসাইন বলেন, নিরাপদ ও টেকসই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও উন্নত পরিষেবা বাস্তবায়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রায় ২৫টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণে এই মেলায় থাকবে বিভিন্ন প্রযুক্তিগত সমাধান ও পণ্যের ডেমোনেস্ট্রেশন, কস্ট, অপারেশন এবং মেন্টেনেজ। পাশাপাশি নিরাপদে অন-সাইট স্যানিটেশনের জন্য সঠিক, উপযুক্ত সেভ স্যানিটেশন টেকনোলজি ক্রয়ের সুযোগ থাকবে স্যানিটেশন ট্রেড ফেয়ারে।