প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। গত ৬ মার্চ চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রেহান আহমেদের উইকেট তুলে নেওয়ার মাধ্যমে এই কীর্তি গড়েন সাকিব। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটধারীদের মধ্যে সাকিবের অবস্থান এখন ১৪তম স্থানে।

সেই সঙ্গে ইতিহাসের মাত্র ৩য় অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে একইসঙ্গে ৬ হাজার রান ও ৩০০-এর অধিক উইকেটের রেকর্ডে নাম লেখালেন সাকিব। তার আগে এই এলিটদের দলে ছিলেন শ্রীলঙ্কান সনাথ জয়সুরিয়া এবং সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব আল হাসানের আগে মাত্র দুইজন স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ও জয়সুরিয়া ওয়ানডেতে ৩০০ উইকেট পেয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে