৫ বছরের খরা ঘুচিয়ে শিরোপার আনন্দে ভাসল রেড ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে কারাবাও কাপের চ্যাম্পিয়ন এরিক টেন হাগের দল।

সবশেষ ২০১৭ সালের মে মাসে ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ইউনাইটেড। এরপর দুটি ফাইনাল খেললেও খালি হাতে ফিরতে হয়েছে। অন্যদিকে ১৯৭৬ সালের পর প্রথমবার লিগ কাপের ফাইনালে উঠেছে নিউক্যাসেল। তাই ইতিহাস ডাকছিল তাদেরও। কিন্তু ওয়েম্বলি স্টেডিয়ামে সেভাবে লড়াই করতে পারেনি সৌদি মালিকানাধীন ক্লাবটি। প্রথমার্ধে দুই গোল দিয়ে সেই মোমেন্টাম শেষ পর্যন্ত ধরে রাখে ইউনাইটেড।

৩৩ মিনিটে লুক শর ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে রেড ডেভিলদের এগিয়ে দেন কাসেমিরো। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে দ্রুতই ইউনাইটেডের মিডফিল্ডের মধ্যমণি হিসেবে পরিণত হন এই ব্রাজিলিয়ান। শেষ ১২ ম্যাচে এটি তার চতুর্থ গোল।

ইউনাইটেড জিতবে আর সেখানে মার্কাস রাশফোর্ডের অবদান থাকবে না তা কী করে হয়! ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। বিরতির পর খেলায় উন্নতি আনলেও ফেরার মতো মোমেন্টাম তৈরি করতে পারেনি নিউক্যাসেল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে