টাকার অভাবে অনেকে বিদেশ তো দূরের কথা, নিজের দেশটাও ভালোভাবে ঘুরে দেখতে পারেন না। তবে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান। সেখানে ভ্রমণ করতে হলে আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, বরং উল্টো আপনাকেই টাকা দেওয়া হবে।

কথাটি মন গড়া মনে হলেও বিষয়টি সত্য। স্বশাসিত তাইওয়ানের নতুন সরকারি পরিকল্পনা অনুযায়ী, সেখানে ঘুরতে গেলে একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন, যা বাংলাদেশি ‍টাকায় প্রায় সাড়ে ১৭ হাজার টাকা। যদি কেউ দল বেঁধে তাইওয়ান ভ্রমণে যান, তাদেরও নগদ অর্থ দেওয়া হবে।

পর্যটক আকর্ষণে উচ্চাভিলাষী এ পরিকল্পনা হাতে নিয়েছে তাইওয়ান কর্তৃপক্ষ। গত ২৩ ফেব্রুয়ারি তাইওয়ানের সরকারপ্রধান চেন চিয়েন-জেন ঘোষণা দেন, ২০২৩ সালে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ। ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।

তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেওয়া হবে। এছাড়া দল নিয়ে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটি দলকে ২০ হাজার তাইওয়ানি ডলার নগদ দেওয়া হবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই বলেছিলেন, তাইওয়ানে আসা পর্যটকদের ডিজিটাল মাধ্যমে নগদ প্রণোদনার অর্থ দেওয়া হবে। অবশ্য এ অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে। পর্যটকরা তাইওয়ানে ঘুরতে গিয়ে থাকা–খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে এ অর্থ ব্যবহার করতে পারবেন।

যদিও পর্যটকদের কবে থেকে নগদ অর্থ দেওয়া হবে ও তারা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করবে, তাইওয়ান সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে