বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয় (বশেমুরবিপ্রবি), গোপালগঞ্জের আসন ফাঁকা থাকায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনও শেষ করতে পারেনি। ফাঁকা আসন পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩তম মেধাতালিকা প্রকাশ করেছে।

মেধাতালিকার শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদের ডিন অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। ওই দিনই শূন্য আসনগুলোর বিপরীতে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে এবং ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করা হবে।

উল্লেখ্য, জিএসটিভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষা গত বছর ৩০ জুন, ‘বি’ ইউনিটের ১৩ আগস্ট ও ‘সি’ ইউনিটের ২০ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৪ আগস্ট ‘এ’ ইউনিট, ১৬ আগস্ট ‘বি’ ইউনিট ও ২৩ আগস্ট ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করে জিএসটি কর্তৃপক্ষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে