টেস্টে ১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। বিদেশের মাটিতে দিবা-রাত্রির টেস্টে এটাই ইংল্যান্ডের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইতে পাঁচ উইকেটে ৬৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম সেশনের মধ্যেই বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। কিউইদের হয়ে এক প্রান্ত আগলে রেখে  ৫৭ রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল। কিন্তু তা শুধু জয়ের ব্যবধানই কমিয়েছে।

আগুনে এক স্পেলে ৪ উইকেট নিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। আজ সেই অসমাপ্ত কাজে পূর্ণতা দেন জেমস অ্যান্ডারসন। তার বোলিং তোপে ১২৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তাতে প্রথম টেস্টে ২৬৭ রানের বিশাল জয় তুলে নেয় ইংল্যান্ড।

অ্যান্ডারসন-ব্রডকে ছাপিয়ে অবশ্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হ্যারি ব্রুক। প্রথম ইনিংসে ৮৯ রান ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন হ্যারি ব্রুক।

বেসিন রিজার্ভে আগামী ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে