নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সব স্কুলে ইন হাউস প্রশিক্ষণ কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন শিক্ষাক্রমের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ পাওয়া শিক্ষক ও অন্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠানপ্রধানদের এ প্রশিক্ষণের আয়োজন করতে হবে। এই ইন হাউস প্রশিক্ষণ কার্যক্রম ২৫ ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি-বেসরকারি স্কুলে শেষ করতে বলেছে শিক্ষা অধিদপ্তর।

মাউশি থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি চিঠিটি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণের অংশগ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকসহ অন্য শিক্ষকদের সমন্বয়ে প্রতিষ্ঠানপ্রধানের তত্ত্বাবধানে ইন হাউস প্রশিক্ষণ ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/e0244608_ab4d_46d0_a8e5_a80d758a33da/ncf-inhouse.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে