ভারতের মোহাম্মদ সিরাজ বল হাতে দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে পেছনে ফেলে ওয়ানডেতে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এলেন এই ভারতীয় পেসার।

প্রায় ৩ বছর ভারতের ওয়ানডে দলের বাইরে কাটিয়েছেন সিরাজ। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ডাক পেয়ে দারুণভাবে কাজে লাগিয়ে ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৭ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী পেসার।

এর আগে গত ২৪ জানুয়ারি প্রকাশিত আইসিসির নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশেও ছিলেন সিরাজ। শুধু বোল্ট-ই নন, ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে বোলারদের তালিকার শীর্ষে উঠার পথে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডকেও পেছনে ফেলেছেন সিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন চার উইকেট নেয়ায় তার রেটিং পয়েন্ট হয় ৭২৯। র‍্যাংকিংয়ের দুইয়ে থাকা হ্যাজেলউডের চেয়ে যা ২ পয়েন্ট বেশি। আর কিউই পেসার বোল্ট ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছেন । অন্যদিকে ভারতের আরেক পেসার মোহাম্মদ শামি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাংকিংয়েও পরিবর্তন এসেছে। ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষেই আছেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। ৭৬৬ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডুসেন। আর ৭৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ৩য় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। তবে শীর্ষ দশে আছেন ভারতের তিনজন। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পরের ম্যাচেই সেঞ্চুরি হাঁকান শুভমান গিল। এতে ৭৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ২০ ধাপ লাফিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি ৭২৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন সপ্তম স্থানে। অন্যদিকে ইন্দোরে কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে