Marco Jansen of South Africa during the 2022 1st Betway ODI match between South Africa and Banglash at Supersport Park in Pretoria on the 17 March 2022 ©Muzi Ntombela/Sports Inc

২০২১ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মার্কো জেনসেনের। আর অভিষেকের পরের বছরই ২০২২ সালে ২২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার তরুণ এই পেসার লাল বলে ৩৬ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ২টি ও টি-টোয়েন্টিতে নেন ১টি উইকেট। পুরস্কারস্বরূপ এবার জেনসেন পেলেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের খেতাব।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ইতোমধ্যে জেনসেন খেলেছেন ১০ টেস্ট, ৩ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি। মোট উইকেট নিয়েছেন ৪৪টি। আইসিসির পুরস্কার জিতে এই পেসার পেছনে ফেলেছেন ভারতের আর্শদ্বীপ সিং, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেনকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০২১ এর ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর ঘরের মাঠে ২০২২ এ ১৩.৫০ গড়ে জেনসেন নিয়েছিলেন ১৪ উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে