ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ দল হিসেবে নিউজিল্যান্ড ভারতে এসেছিল। সিরিজের ৩টি ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর সেখান থেকে চার নম্বরে নেমে গেছে ব্ল্যাকক্যাপসরা। কিন্তু চার নম্বরে থেকে সিরিজ শুরু করে সিরিজ শেষে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। গত ২৪ জানুয়ারি ভারতের ইন্দোরে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানের ব্যবধানে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতে নেয় ভারত।

ভারত-নিউজিল্যান্ড সিরিজের পর ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে ভারত এখন সবার উপরে।
১১৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের ঘাড়েই নিশ্বাস ফেলছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়াও খুব একটা দূরে নেই। ১১২ রেটিং পয়েন্ট নিয়ে প্যাট কামিন্সের দল আছে তিন নম্বরে।  আর ১১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে