সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. ২০২৩ সালের ১ জানুয়ারি কোন দেশ ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত অঞ্চলে যুক্ত হয়-

ক. ক্রোয়েশিয়া খ. তুরস্ক গ. রাশিয়া ঘ. জর্জিয়া

উত্তর: ক. ক্রোয়েশিয়া।

২. বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি করেন কে-

ক. বিরাট কোহলি খ. রোহিত শর্মা

গ. ঈশান কিষান ঘ. শুভমান গিল

উত্তর: গ. ঈশান কিষান।

৩. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?

ক. ফ্রান্স খ. পর্তুগাল গ. আর্জেন্টিনা ঘ. সুইডেন

উত্তর: খ. পর্তুগাল।

৪. বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত-

ক. ভারত খ. পাকিস্তান গ. স্পেন ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: গ. স্পেন।

৫. গণতন্ত্রের সূতিকাগার বলা হয়-

ক. গ্রিসকে  খ. যুক্তরাজ্যকে  গ. যুক্তরাষ্ট্রকে  ঘ. ভারতকে

উত্তর: ক. গ্রিসকে।

৬. লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন পদত্যাগ করেন কবে?

ক. ২৫ অক্টোবর ২০২২  খ. ২৮ অক্টোবর ২০২২  গ. ২৭ অক্টোবর ২০২২  ঘ. ৩০ অক্টোবর ২০২২

উত্তর: ঘ. ৩০ অক্টোবর ২০২২।

৭. পেরুর প্রধানমন্ত্রী বেটসি শাভেজ দায়িত্ব গ্রহণ করেন কবে?

ক. ২৬ নভেম্বর ২০২২ খ. ২৫ নভেম্বর ২০২২ গ. ২০ নভেম্বর ২০২২  ঘ. ২৮ নভেম্বর ২০২২

উত্তর: ক. ২৬ নভেম্বর ২০২২।

৮. তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?

ক. কাবেরী খ. যমুনা গ. ভাগীরথী ঘ. গোদাবারী

উত্তর: খ. যমুনা।

৯. বিশ্বের সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?

ক. ইন্দোনেশিয়া খ. রাশিয়া গ. ভারত ঘ. ফিলিপাইন

উত্তর: ক. ইন্দোনেশিয়া।

১০.  কপ-২৮ কোথায় অনুষ্ঠিত হবে?

ক. চীন  খ. পেরু

গ. চিলি  ঘ. আরব আমিরাত

উত্তর: ঘ. আরব আমিরাত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে