সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার জন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়বলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে?

ক. ১৯২০ সালে খ. ১৯৩২ সালে গ. ১৯২২ সালে ঘ. ১৯৩০ সালে

উত্তর: গ. ১৯২২ সালে।

২. চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত?

ক. ৮৮৫০ কি.মি. খ. ৬৫০০ কি.মি.

গ. ৭৮১০ কি.মি.  ঘ. ৯০১০ কি.মি.

উত্তর: ক. ৮৮৫০ কি.মি.।

৩. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?

ক. মধ্যপ্রাচ্য খ. মধ্য আমেরিকা গ. পূর্ব আফ্রিকা ঘ. এশিয়া

উত্তর: খ. মধ্য আমেরিকা।

৪. এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি?

ক. ৩৩টি খ. ৩৫টি গ. ৪৬টি ঘ. ৫৩টি

উত্তর: গ. ৪৬টি।

৫. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?

ক. উয়ন খ. পেসো  গ. ইউয়ান  ঘ. ইয়েন

উত্তর: ক. উয়ন।

৬. লাওসের রাজধানীর নাম কী?

ক. হ্যানয় খ. নমপেন গ. ঢাকা  ঘ. ভিয়েনতিয়েন

উত্তর: ঘ. ভিয়েনতিয়েন।

৭. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?

ক. চীন খ. মালয়েশিয়া গ. ইন্দোনেশিয়া  ঘ. জাপান

উত্তর: গ. ইন্দোনেশিয়া।

৮. মিয়ানমারের মুদ্রার নাম কী?

ক. রুপি খ. ইয়েন গ. ইয়াং ঘ. কিয়াট

উত্তর: ঘ. কিয়াট।

৯. শ্রীলংকা স্বাধীনতা লাভ করে কত সালে?

ক. ১৯৪৮ সালে খ. ১৯৪৭ সালে গ. ১৯৪৯ সালে ঘ. ১৯৫০ সালে

উত্তর: ক. ১৯৪৮ সালে।

১০. লেবাননের মুদ্রার নাম কী?

ক. ডলার   খ. পাউন্ড

গ. দিনার   ঘ. রুপি

উত্তর: খ. পাউন্ড।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে