সুপ্রিয় ৪৫তম বিসিএস পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ৪৫তম বিসিএস পরীক্ষার জন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান-আন্তর্জাতিক বিষয়াবলী’ থেকে ১০টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।

১. অস্ট্রেলিয়ার রাজধানী-

ক. সিডনী খ. ক্যানবেরা গ. পার্থ ঘ. মেলবোর্ন

উত্তর: খ. ক্যানবেরা।

২. নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত?

ক. অস্ট্রেলিয়া খ. ইন্দোনেশিয়া

গ. ইরাক ঘ. সৌদি আরব

উত্তর: ক. অস্ট্রেলিয়া।

৩. কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?

ক. ফিজি খ. ভানুয়াতু গ. মালদ্বীপ ঘ. পালাউ

উত্তর: গ. মালদ্বীপ।

৪. কোন দেশের রাজধানী নেই?

ক. আর্মেনিয়া খ. নাউরু গ. পর্তুগাল ঘ. আর্মেনিয়া

উত্তর: খ. নাউরু।

৫. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?

ক. পামির খ. তিব্বত  গ. আরব  ঘ. কলোরাডো

উত্তর: ক. পামির।

৬. পৃথিবীর কত ভাগ স্থল?

ক. ৩২.৯% খ. ২৭.২% গ. ২৯.২%  ঘ. ২৯.৬%

উত্তর: গ. ২৯.২%

৭. সুয়েজ খাল কোন সালে উদ্বোধন করা হয়?

ক. ১৮৫৪ সালে খ. ১৮৫৫ সালে গ. ১৮৭০ সালে  ঘ. ১৮৬৯ সালে

উত্তর: ঘ. ১৮৬৯ সালে।

৮. পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?

ক. সিরিয়া খ. মিশর গ. লেবানন ঘ. লিবিয়া

উত্তর: খ. মিশর।

৯. ভলগা নদী কোন দেশে অবস্থিত?

ক. জার্মানি খ. চীন গ. রাশিয়া ঘ. বুলগেরিয়া

উত্তর: গ. রাশিয়া।

১০. পৃথিবীর বৃহত্তম খাল কোনটি?

ক. সুয়েজ খাল

খ. পানামা খাল

গ. গ্রান্ড খাল

ঘ. বাল্টিক খাল

উত্তর: গ. গ্রান্ড খাল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে