সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ বাংলা’ বিষয় থেকে ১৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন :  নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লিখ।  

১. “কারক” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

ক. রূপতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. অর্থতত্ত্বে

উত্তর :  ক. রূপতত্ত্বে।

২. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

ক. প্রথমা বিভক্তি খ. দ্বিতীয় বিভক্তি গ. তৃতীয়া বিভক্তি ঘ. শূন্য বিভক্তি

উত্তর : গ. তৃতীয়া বিভক্তি।

৩. “ডাক্তার ডাক”  বাক্যটিতে ‘ডাক্তার’ কোন কারকের কোন বিভক্তি?

ক. করণে শূন্য   খ. কর্মে শূন্য গ. কর্তায় ৭মী ঘ. কর্মে ৬ষ্ঠী

উত্তর :  খ. কর্মে শূন্য।

৪.  যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাই কোন কারক?

ক. কর্তৃকারক খ. সম্প্রদান কারক গ. কর্ম কারক ঘ. করণ কারক

উত্তর : গ. কর্ম কারক।

৫. বিভক্তি কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৪ প্রকার গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার

উত্তর :  ঘ. ৭ প্রকার।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।  

ক। কারক কাকে বলে? কারক কত প্রকার?

উত্তর :   যা ক্রিয়া  সম্পাদন করে, তাই কারক। কারক ৬ প্রকার।

খ। “মানুষ জাতি” কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

উত্তর : অভ্র-আবীর।

গ। “পুকুরে মাছ আছে” – এই বাক্যটিতে ‘পুকুর’ কোন কারকের কোন বিভক্তি?

উত্তর :  করণে শূন্য।

ঘ। “মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন” – এখানে ‘পাঠশালা’ কোন কারকের কোন বিভক্তি?

উত্তর :  অধিকরণে ৭মী ।

ঙ। “সে বড়শি দিয়ে মাছ ধরে” – এখানে ‘বড়শি’ কোন কারক?

উত্তর :  করণে তৃতীয়া

চ। “পরীক্ষা আসলে চোখে জল ঝরে” – এখানে ‘চোখ’ কোন কারকের কোন বিভক্তি?

উত্তর :  অপাদানে ৭মী।

ছ। “তোলপাড়” গল্পটি কীসের উপর ভিত্তি করে রচিত?

উত্তর : মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প।

জ। প্রৌঢ়া মহিলা সাবুকে কত টাকার নোট দিল?

উত্তর :  ১০ টাকার।

ঝ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

উত্তর : ৪০ বছর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে