সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

সাধারণ জ্ঞান

প্রশ্ননিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লিখ।      

ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : নুরুল আমিন।

খ। চরমপত্র নামে খ্যাত ব্যাক্তিত্বের নাম কি?

উত্তর : এম আর আখতার মুকুল।

গ। সেপ্টেম্বর অন যশোর রোড- কবিতার রচয়িতা কে?

উত্তর : অ্যালেন গিন্সবার্গ ।

ঘ। পাক বাহিনীর আত্মসমর্পনের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?

উত্তর : রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।

ঙ। পৃথিবীতে সূর্য থেকে আলো আসে কোন পদ্ধতিতে?

উত্তর : বিকিরণ পদ্ধতিতে।

চ। পেরিস্কোপ তৈরিতে কোন প্রকার দর্পন ব্যবহৃত তৈরী হয়?

উত্তর : সমতল দর্পন।

ছ। মাটি দূষণের অন্যতম কারণ কি?

উত্তর : নানা ধরনের বর্জ্য পদার্থ।

জ। ওজোন স্তরের কাজ কি?

উত্তর : সূর্য্য থেকে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেওয়া।

ঝ। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার উপায় কয়টি?

উত্তর : ৩টি ।

ঞ। তথ্য প্রযুক্তি কি?

উত্তর : তথ্য দেওয়া নেওয়া কিংবা সংরক্ষণ করার পদ্ধতি।

প্রশ্ন : শূন্যস্থান পূরণ করো।   

ক। — শহীদ বুদ্ধিজীবী দিবস পাল করা হয়।

খ। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন —।

গ। সমতল দর্পনে আপতন কোণ এবং প্রতিফল কোণ —।

ঘ। মাটি, পানি, বায়ু এগুলো হলো — ।

ঙ। OMR এক ধরনের — ।

উত্তর : ক। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পাল করা হয়।

খ। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্ধিরা গান্ধী

গ। সমতল দর্পনে আপতন কোণ এবং প্রতিফল কোণ সমান

ঘ। মাটি, পানি, বায়ু এগুলো হলো পরিবেশের উপাদান

ঙ। OMR এক ধরনের ইনপুট ডিভাইস

প্রশ্ন : নিচের বাক্যগুলোর সত্য/মিথ্যা নির্ণয় করো।

ক। ১ আগস্ট ১৯৭১ দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়।

উত্তর : সত্য।

খ। ডুবোজাহাজ থেকে দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার হয়।

উত্তর : মিথ্যা।

গ। শব্দ দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

উত্তর : সত্য।

ঘ। মাট ক্ষয় হলে খনিজ সম্পদ হ্রাস পায়।

উত্তর : সত্য।

ঙ। মনিটর একটি ইনপুট ডিভাইস।

উত্তর : মিথ্যা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে