সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

সাধারণজ্ঞান

প্রশ্ন :  নিচের প্রশ্নগুলোর উত্তর লিখ।

ক। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম লিখ।

উত্তর : এম এ জি ওসমানি।

খ। ১০ এপ্রিল ১৯৭১ সালে সমগ্র দেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়?

উত্তর : ৪ টি অঞ্চলে।

গ। মহান মুক্তযুদ্ধে সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তর : ১১ টি সেক্টরে।

ঘ। মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনী হিসেবে কাজ করতো কারা?

উত্তর : ছাত্র ও যুবকেরা।

ঙ। মুক্তিযুদ্ধে ঢাকার গেরিলাদল কি নামে পরিচিত ছিলো?

উত্তর : ক্র্যাক প্লাটুন।

চ। বঙ্গবন্ধু নৌ বহর কত সালের কত তারিখে উদ্বোধন করা হয়?

উত্তর : ৯ নভেম্বর ১৯৭১ সালে।

ছ। মুক্তিযুদ্ধে নৌপথ কত নং সেক্টরের অধিনে ছিলো?

উত্তর : ১০  নং সেক্টর।

জ। মিশ্রণ কাকে বলে?

উত্তর :  একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকে মিশ্রণ বলে।

ঝ। রাষ্ট্র কাকে বলে?

উত্তর : রাষ্ট্র হলো এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখন্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে।

ঞ। ইন্টারনেট বিশ্ব কোষের নাম লিখ।

উত্তর : Wikipidea

প্রশ্ন : সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।            

ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেয়, — পদ্মা জাহান।

খ। এম এফ বা মুক্তি ফৌজ — নিয়ে গঠিত হয়।

গ। যে সমস্ত মিশ্রনের উপাদানগুলো একটি অপরটি থেকে আলাদা করা যায় না তাদেরকে — বলে।

ঘ। রাষ্ট্রের উপাদান —।

ঙ। ১৯৬৯ সালে প্রথম ইটারনেট ছিলো — কম্পিউটারে।

উত্তর : ক। মহান মুক্তিযুদ্ধে ভারত উপহার দেয়, বি এন এস পদ্মা জাহান।

খ। এম এফ বা মুক্তি ফৌজ বাঙালি সৈনিকদেরকে নিয়ে গঠিত হয়।

গ। যে সমস্ত মিশ্রনের উপাদাগুলো একটি অপরটি অপরটি হতে আলাদা করা যায় না তাদেরকে দ্রবণ বলে।

ঘ। রাষ্ট্রের উপাদান ৪টি

ঙ। ১৯৬৯ সালে প্রথম ইটারনেট ছিলো ৪টি কম্পিউটারে।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লিখ।

১। অ্যাপ্লিকেশন সফ্টওয়ারের অন্য নাম কি?

ক.  Google খ. F.B গ. You Tube ঘ. সার্চ ইঞ্জিন

উত্তর : ঘ. সার্চ ইঞ্জিন।

২। মহান মুক্তিযুদ্ধে সমগ্রদেশকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?

ক.  ১১ টি খ. ৬৪ টি গ. ১২ টি ঘ. ৪০ টি

উত্তর : খ. ৬৪টি।

৩। মহান মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী গঠিত হয়- –

ক.  ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে খ. কৃষকদের নিয়ে গ. মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ঘ. ই পি আর নিয়ে

উত্তর : ক.  ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে।

৪। এখানে অসমস্ত মিশ্রণ কোনটি?

ক.  চিনির  তৈরি শরবত খ. চুন আর পানির মিশ্রণ গ. ঝাল মুড়ি ঘ. গ্লুকোজ

উত্তর : গ. ঝাল মুড়ি।

৫। বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

ক.  রাষ্ট্রপতি শাসিত খ. সমাজতান্ত্রিক সরকার গ. রাজতন্ত্র ঘ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার

উত্তর : ঘ. মন্ত্রিপরিষদ শাসিত সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে