সরকারি ও বেসরকারি স্কুলে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির লক্ষ্যে টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।

রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ২টায় সরকারি মাধ্যমিক স্কুলে এবং আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বেসরকারি মাধ্যমিক স্কুলের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

টেলিটক মোবাইল  নম্বর থেকে এসএমএস করে ফলাফল পাওয়া যাবে।

GSA space RESULT space USER ID  লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরণ : GSA RESULT DFSRESGSJD  লিখে যেকোনো  টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/9f8425e3_9dca_4a94_a2fa_55280d9b60a6/school-admission.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে