সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘ইংরেজি’ বিষয় থেকে ১২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

ইংরেজি

Questions : Translate the following sentences into English.                                                                                    

  1. বাবা কাল সকালে বাড়ি যাবেন।

Answer : Father will go to home tomorrow morning.

2. তুমি কি গানটি গাইবে?

Answer : Will you sing the song?

3. ছেলেরা মাঠে যাবে না।

Answer : Boys will not go to the filed.

4. রুমা আমার জন্য অপেক্ষা করিতে থাকিবে।

Answer : Ruma will be waiting for me.

5. তানভীর গল্পটি পড়িয়া থাকিবে।

Answer : Tanvir will have read the story.

Questions : Write the rule of Future continuous tense with an Example.

Answer :  Sub + shall/will + be + V1 + ing + Obj.  (I will be waiting for you.)

Questions : Write the past and past participle form of following verbs.

Begin, Build, Break, Dwell, Find, Fling, Dream, Beat

Answer :  Begin – Began -Begun

Build – Built – Built

Break – Broke – Broken

Dwell – Dwelt – Dwelt/Dwelled

Find – Found – Found

Fling – Flung – Flung

Dream –  Dreamt – Dreamt

Beat – Beat – Beaten

Questions : Re-write the following sentences using the right form of verbs.

  1. Sabbir behaves as if he (know) everything.

Answer :  knew.

2. If was long since I (go) to Khulna.

Answer :  had gone .

3. The enemy just (flee) away.

Answer :  fled.

4. When Jury (get) up from bed?

Answer :  does …… get (When does Jury get up from bed?)

5. The poor (suffer) a lot.

Answer : suffer.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে