সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ বাংলা’ বিষয় থেকে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরটি লিখ।

১. ‘বাঙ্গালা’ শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয়?

ক. ১৯৩৫ খ. ১৯৩৬ গ. ১৯৩৭ ঘ. ১৯৩৮

উত্তর : খ. ১৯৩৬।

২. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটো বানানই শুদ্ধ?

ক. বাড়ি/বাড়ী খ. নারি/নারী গ. দাদি/দাদী ঘ. জাতি/জাতী

উত্তর : ক. বাড়ি/বাড়ী।

৩. অশুদ্ধ হলেও কোন বানানটি বর্তমানে প্রচলিত?

ক. অত্যন্ত খ. ব্যাকরণ গ. ভূত ঘ. উপরোক্ত

উত্তর :  ঘ. উপরোক্ত।

৪. দাঁড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়?

ক. ১ সেকেন্ড খ. ২ সেকেন্ড গ. ০.৫ সেকেন্ড ঘ. ৩ সেকেন্ড

উত্তর : ক. ১ সেকেন্ড।

৫. বাংলা ভাষায় যতি/ছেদ চিহ্ন কয়টি?

ক. ৯টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি

উত্তর : গ. ১১টি।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও।

ক। শওকত ওসমানের প্রকৃত নাম কী?

উত্তর : আজিজুর রহমান।

খ। সাবুর গ্রামের নাম কী?

উত্তর : গাবতলী।

গ। কাজী নজরুল ইসলামের ডাক নাম কী ছিল?

উত্তর : দুখু মিয়া।

ঘ। ঝিঙে ফুল কখন ফোটে?

উত্তর : পোষের বেলা শেষে।

ঙ। নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে?

উত্তর : কোলন।

চ। “সভায় সাব্যস্ত হলো আগামীকাল সারাদেশে হরতাল হবে” – এই বাক্যে ‘হলো’ এর পরে কোন চিহ্ন হবে?

উত্তর : কোলন।

ছ। বাক্যে কোন অংশের ব্যাখ্যার প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?

উত্তর : বন্ধনী চিহ্ন।

জ। পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই?

উত্তর : বানান লেখার নিয়ম।

ঝ। “দারিদ্র্যতা লজ্জার বিষয় নয়” – বাক্যটি শুদ্ধ করে লিখ।

উত্তর : দারিদ্র্য লজ্জার বিষয় নয়।

ঞ। বিদেশি শব্দের বানানে কোন কার যুক্ত হয়?

উত্তর : ই-কার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে