একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে এ আবেদন শুরু হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে আবেদন চলছে।

১৮ জানুয়ারি পর্যন্ত তিন ধাপে আবেদন গ্রহণ ও মেধাতালিকা প্রকাশ করা হবে। তালিকাভুক্তদের নির্ধারিত সময়ে ভর্তির জন্য ৩২৮ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

শিক্ষার্থীদের ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ভর্তির জন্য এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সর্বোচ্চ ৫ হাজার আর ননএমপিওতে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা-২০২২ অনুযায়ী অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তির কার্যক্রম করা হবে না বলেও জানানো হয়েছে।

গত ৭ ডিসেম্বর ভর্তি সংক্রান্ত নীতিমালা জারি করে এসব তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ভর্তি সংক্রান্ত নীতিমালা-২০২২ দেখতে নিচের লিংকে ক্লিক করুন :

http://www.shed.gov.bd/sites/default/files/files/shed.portal.gov.bd/notices/27118982_6949_4e2b_a476_6daea1b9f272/%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8.pdf

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে