দেশের সাত শতাধিক তরুণের অংশগ্রহণে ইউনিভার্সিটি অফ স্কলার্স ন্যাশনাল ইয়ুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২২ পাওয়ার্ড বাই মালেডা গ্রুপ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ডিসেম্বর ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ম্যানেজিং ডিরেক্টর ড. বিকর্ণ কুমার ঘোষ এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাস্পায়ার টু ইনোভেটের প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মাহমুদ হুমায়ূন কবির, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমির প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন, বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির, বি টু বি’র চেয়ারম্যান আজাদুল হক, বি টু বি’র ভাইস চেয়ারম্যান সাজেদুল চৌধুরী এবং ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের ভাইস চেয়ারম্যান শামিমা বিনতে জলিল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরে অবদানের জন্য দেশের ৪০ জন তরুণ এবং প্রতিষ্ঠানকে ‘রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তিন সদস্যের জুরি বোর্ড হলেন আলমাস কবির, সাবেক সভাপতি, বাংলাদেশ এসোসিয়্যাশন অফ সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস; তৌহিদ হেসেন, সাধারন সম্পাদক, বাংলাদেশ কল সেন্টার এসোসিয়্যাশন; সাফিয়া শামা, যুগ্ন সম্পাদক বাংলাদেশ উইমেন ফেডারেশন। সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সবার হাতে পুরস্কার তুলে দেন।

ইয়ুথ ক্যারিয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আরেফীন দিপু বলেন, ‘দেশের ৬৪ জেলার তরুণদের ই লার্নিং, ডিজিটাল এডুকেশন এবং সামগ্রিক ক্যারিয়ার বিষয়ে গাইডলাইন দিতেই ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের এই আয়োজন।’

তিনি আরও জানান, ওই অনুষ্ঠানে ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের ই-লার্নিং প্লাটফর্ম উদ্বোধন করা হয় । ১১ জন অভিজ্ঞ মেন্টর দ্বারা দেশের যুবসমাজের ক্যারিয়ার নিয়ে কাজ করতে থাকা এই অর্গানাইজেশনটির নবযাত্রা শুরু হয়। এটি ই-লার্নিং প্লাটফর্মের এমন এক ওয়েবসাইট ও মোবাইল আ্যাপ, যা দ্বারা খুব সহজেই যেকোনো শিক্ষার্থী অনলাইন কোর্সে ভর্তি হয়ে অভিজ্ঞ ও দেশসেরা প্রশিক্ষকদের প্রশিক্ষণে দক্ষতা বিকাশ করতে পারবে। তিনি আরো বলেন, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের এই ই-লার্নিং প্লাটফর্মটি দেশের শিক্ষিত বেকারের হার কমিয়ে, একটি দক্ষ ও সৃজনশীল যুবসমাজ তৈরি করতে সক্ষম হবে।

দিনব্যাপী এই ক্যারিয়ার কার্নিভালে প্রায় ৩০ জন বক্তা তরুণ-তরুণীদের ক্যারিয়ার নিয়ে অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রযুক্তি, উদ্যোগ ও শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে