সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। তোমরা নিশ্চয় জানো যে, ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা ২০২৩ সালের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্তে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

সাধারণ জ্ঞান

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লিখ।

ক। প্রাচীন পুন্ডনগর কোথায় অবস্থিত?

উত্তর : মহাস্থানগড়।

খ। সোনারগাঁয়ের পূর্বনাম কি ছিল?

উত্তর : সুবর্ণগ্রাম।

গ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?

উত্তর : নাটোর।

ঘ। সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর : ধর্মপাল।

ঙ। হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?

উত্তর : দৈর্ঘ্য বাড়িয়ে।

চ। কপিকল কি ধরনের যন্ত্র?

উত্তর : সরল বস্তু।

ছ। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ১৯৪৫ সালে।

জ। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

উত্তর : ১৯৭৪ সালে।

ঝ। ইন্টারনেট কত সালে চালু হয়?

উত্তর : ১৯৬৯ সালে।

ঞ। ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত?

উত্তর : ৮১টি।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর শূন্যস্থান পূরণ করো।

ক। আহসান মঞ্জিল নদীর তীরে অবস্থিত।

খ। SAARC এর পূর্ণরূপ  .

গ। সোনা মসজিদ    জেলায় অবস্থিত।

ঘ। ইন্টারনেটে বিভিন্ন তথ্য খুঁজে পেতে   সাহায্য নেওয়া হয়।

ঙ। মানব দেহ ব্যবহৃত হয়   যন্ত্র হিসাবে।

উত্তর : ক। আহসান মঞ্জিল বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত।

খ। SAARC এর পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation.

গ। সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।

ঘ। ইন্টারনেটে বিভিন্ন তথ্য খুঁজে পেতে সার্চ ইঞ্জিন সাহায্য নেওয়া হয়।

ঙ। মানব দেহ ব্যবহৃত হয় জটিল যন্ত্র হিসাবে।

প্রশ্ন : নিচের প্রশ্নগুলোর সত্য/মিথ্যা নির্ণয় করো।

ক। কাঁচি প্রথম শ্রেণীর লিভার।

উত্তর :  সত্য।

খ। ১৯৬৯ সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়।

উত্তর :  মিথ্যা।

গ। ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

উত্তর : সত্য।

ঘ। মহাস্থানগড় ঢাকা জেলায় অবস্থিত।

উত্তর : মিথ্যা।

ঙ। ষাট গম্বুজ মসজিদের নির্মাতা খান জাহান আলী।

উত্তর : সত্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে