গুচ্ছ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২১-২২ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন ফাঁকা রয়েছে।

আসন খালি সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ২০ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাতকার নেওয়া হবে।

এ তালিকায় ৩২১ থেকে ৬৪০ মেধাক্রমের ৩২১ জন ভর্তিচ্ছু  শিক্ষার্থী স্থান পেয়েছে।

গত ১০ নভেম্বর ইউনিট সমন্বয়কারী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির জন্য অনুমতি প্রাপ্তদের ২৩ নভেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে ১৯ অক্টোবর প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। তখন চারটি বিভাগে মোট ৩২০টি আসনের বিপরীতে ৩১১ জন ভর্তি হন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে