সুপার টুয়েলভে যেতে হলে জিততেই হবে, এমন সমীকরণে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে দাসুন শানাকার শ্রীলঙ্কা সেই সমীকরণ মিলিয়ে আজ (২০ অক্টোবর) নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়েছে। শ্রেয়তর রানরেট থাকায় প্রথম রাউন্ডের এ গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এদিন ৫টি চার ও ৫টি ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন ওপেনার কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কা সংগ্রহ করা ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ডাচ ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার শেষে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৪৬ রান। দলটির হয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে ম্যাক্স ও’ডাউড লড়াই করলেও দলকে জেতাতে পারেননি, ম্যাচ শেষে ৭১ রানে অপরাজিত থাকেন এই ডাচ ওপেনার। শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা নেন ২ উইকেট, এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা শিকার করেন ৩ উইকেট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে