নারীদের এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শনিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৬ বারের চ্যাম্পিয়ন ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়। হারমানপ্রীত করের দল ভারত কোনো সুযোগই দেয়নি শ্রীলঙ্কাকে। শুরুতে বোলিং করে শ্রীলঙ্কাকে ৬৫ রানে আটকে ফেলে ভারতের নারীরা। চামারি আতাপাত্তুদের দেওয়া সহজ লক্ষ্য ৮ উইকেট ও ৬৯ বল বাকি রেখেই সংগ্রহ করে ফেলে ভারত। আর তাতে সপ্তমবারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। স্মৃতি মান্ধানার ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ভারত সহজে ৬৬ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে