ফেনী ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ। রাষ্ট্রপতি ও ফেনী ইউনিভার্সিটির চ্যান্সেলর মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে তিনি চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

গত ১৪ অক্টোবর দায়িত্বে যোগদান করে তিনি ফেনী ইউনিভার্সিটির ৮ম অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সভাপতিত্ব করেন।

১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. জামালউদ্দীন আহমদ প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন-অর্গানিক কেমিস্ট্রির শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রসায়ন বিভাগের সভাপতি হিসেবেও দুই দফা দায়িত্ব পালন করেন এবং ২০২০ সালে সেখান থেকেই অধ্যাপক হিসেবে অবসরে যান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে