ফুটবল আলোচনায় গত ১৫ বছর ধরে পেলে না ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো সর্বকালের সেরা ফুটবলার কে? এমন বিতর্ক চলছে। বিশেষ করে পেলে, ম্যারাডোনার সাথে সাথে মেসির নামটাও আলোচিত হচ্ছে গত দেড় দশকে।

এবার সেই বিতর্কের ‘অবসান’ ঘটানোর একটা চেষ্টাই করল ফুটবল বিষয়ক ওয়েবসাইট ফোরফোরটু। সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটা তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি, যেখানে পেলে, ম্যারাডোনা, রোনালদোদের হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। এই তালিকায় আছে ব্রাজিল কিংবদন্তি কাকা থেকে শুরুর করে আছে কিংবদন্তি গোলরক্ষক লেভ ইয়াশিনের নাম। কাকা আছেন ৯৮তম অবস্থানে, আর ইয়াশিন ৩১তম।

এই তালিকা যে সর্বকালের সেরার আলোচনার অবসান ঘটানোর চেয়ে বিতর্কের জন্মই বেশি দেবে তা বলাই বাহুল্য। খেলোয়াড়ি জীবনে সব শিরোপা জিতে ফেললেও মেসির হাতে এখনো বিশ্বকাপ ওঠেনি। তবে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ীকেই এই তালিকার শীর্ষে রেখেছে ফোরফোরটু। কাজেই সর্বকালের সেরা ১০০ খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্রে ফোরফোরটুকে অনেক কষ্ট করতে হয়েছে, তা স্বীকার করতেই হবে।

এক নজরে সর্বকালের সেরা দশ খেলোয়াড়

১. লিওনেল মেসি
২. ডিয়েগো ম্যারাডোনা
৩. পেলে
৪. ক্রিশ্চিয়ানো রোনালদো
৫. জিনেদিন জিদান
৬. ইয়োহান ক্রুইফ
৭. জর্জ বেস্ট
৮. ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
৯. ফেরেনৎশ পুসকাস
১০. রোনালদো নাজারিও

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে