দীর্ঘদিন ফর্ম খরায় ভূগছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে বেঞ্চে থেকে শুরু করতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তবে গত ৯ অক্টোবর মাঠে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো গড়লেন রেকর্ডও। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সাথে দলকেও জেতালেন।

অ্যান্থনি মার্শালের বদলি হয়ে মাঠে নেমেই ১৫মিনিটের মাথায় গোল করে এই রেকর্ড গড়েন রোনালদো। রোনালদোর ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয় স্পোর্টিং লিসবনের হয়ে; ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে রোনালদো করেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন।

প্রিমিয়ার লিগে গত ৯ অক্টোবর গোডিসন পার্কে এভারটন বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল পান আন্তনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে