নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিজ কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য যৌতুক নিতে পারবেন না। দিতেও পারবেন না এমন মর্মে অঙ্গীকারনামা দিতে হবে। তারপর মিলবে চাকরি। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৫টি বিভাগে ৫ জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে উপরিউক্ত শর্তে দরখাস্ত আহ্বান করেছে।

পদের নাম: প্রভাষক । (বিষয়: অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং)

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি/সমমান।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: প্রভাষক। (বিষয়: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট)

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি/সমমান।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: প্রভাষক। ( বিষয়: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট)

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি/সমমান।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: প্রভাষক। ( বিষয়: টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ)

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি/সমমান।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: প্রভাষক। (বিষয়: টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটিন্যান্স)

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং /টেকনোলজি/সমমান।

বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-

পদের নাম: প্রভাষক। (বিষয়: টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটিন্যান্স)

অঙ্গীকারনামাসহ আবেদনপত্র কয় সেট পাঠাতে হবে : মোট ৫ সেট আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নিজ বা পরিবারের কোনো সদস্যের জন্য যৌতুক নিবেন না এবং দিবেন না মর্মে অঙ্গীকারনামা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:  আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবরে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর তারিখ : আগ্রহী প্রার্থীকে ১০ অক্টোবর ২০২২ থেকে ২৪ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন :

https://www.newsbangla24.com/assets/news_images/2022/09/29/BUTEX_Circular.pdf?fbclid=IwAR0KZAYCArEUD3h89OJlDEmljfPlqJZtkbf5Zw_2go1lXTQy4-XjH_2xItk

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে