অস্ট্রেলিয়ায় অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য মোহাম্মদ নবীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বিশ্বকাপ দলে ১৫ সদস্যের পাশাপাশি স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন ৪ জন। এশিয়া কাপের ব্যর্থতা ভুলতে বিশ্বকাপের দলে ৫ পরিবর্তন এনেছে আফগান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের স্কোয়াডে থাকা সামিউল্লাহ শিনওয়ারি, হাশমতউল্লাহ শাহিদি, আফসার জাজাঈ, করিম জানাত এবং নুর মোহাম্মদকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, দারবিশ রাসুলি, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রেহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সালিম শফি ও উসমান গনি।
স্ট্যান্ডবাই : আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ ও গুলবাদিন নাইব।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে