বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখের ম্যাচের কথা উঠলেই সামনে আসে সেই ৮-২ ট্র্যাজেডির কথা। ২০২০ সালের ১৫ আগস্ট, সেবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে নিয়ে ছেলেখেলা করেছিল বাভারিয়ানরা। সেই দুঃসহ স্মৃতি ভোলার সুযোগ এবারের আসরে গ্রুপ পর্বেই পেয়েছে কাতালান জায়ান্টরা।

সেই ৮-২ গোলের ভয়াবহতা নিয়ে মাঠে নেমেও তা কাজে লাগাতে পারেনি জাভির দল। বায়ার্নের পাঁচ মিনিটের ঝড়ে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।

বায়ার্নের বিপক্ষে এ নিয়ে টানা পাঁচটি ম্যাচ হারল বার্সেলোনা। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ বার মুখোমুখি হয়ে ৯ বারই বিজয়ী দল বায়ার্ন। তবে আজকের ম্যাচটি জিততে পারতো বার্সেলোনাই। এদিন ম্যাচের প্রথমার্ধে পাঁচটি দারুণ সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। কিন্তু সাবেক দলের বিপক্ষে জালের দেখা পাননি এই পোলিশ তারকা।

বায়ার্নের মাঠে প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় বার্সা। এ অর্ধে বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার দারুণ দুটি সেভ করেন। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বার্সা। ৫০তম মিনিটে জশুয়া কিমিচের কর্নার কিকে বল পোস্টের সামনে পড়লে তা ঠেকাতে গিয়ে মিস করে বসেন রাফিনহা। সেখানে সুযোগের অপেক্ষায় থাকা লুকাস হার্নান্দেস দারুণ শটে জাল খুঁজে নেন।

৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। মুসিয়ালার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় দুই বার্সা ডিফেন্ডারকে পেছনে ফেলে বাল জালে পাঠান সানে। পাঁচ মিনিট পর মুসিয়ালার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্য থাকলে ব্যবধান আরও বাড়তে পারতো। এরপরও ব্যবধান কমানোর বেশ কিছু সুযোগ ছিল বার্সেলোনার। বদলি খেলোয়াড় ফেরান তোরেস, আনসু ফাতিরাও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

এ জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা, পরের স্থানটিতে ইন্টার মিলান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে