টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১২ সেপ্টেম্বর ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত এ দলে বলার মত নেই তেমন কোন চমক। ইনজুরির কারণে বিশ্বকাপ দলে নেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এছাড়া সাম্প্রতিক ফর্ম ভালো না থাকায় তারকা ব্যাটার শ্রেয়াশ আয়ার রয়েছেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। গত ১২ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁদের বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), দীনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিংহ।

রিজার্ভ দল: মোহম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে